জীবিত ফেরে না কেউ!
নিউজ ডেস্ক
দ্বীপের অভ্যন্তরীণ দৃশ্য (ছবি : সংগৃহীত)
দ্বীপের নাম ‘ইলহা দ্য কুয়েইমাডা গ্র্যান্ডে’। যেমন অদ্ভুত নাম, তেমনই রহস্যে ঘেরা। দ্বীপটির অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝে।
ব্রাজিলের সাও পাওলো থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে রহস্যময়ে দ্বীপটির অবস্থান। স্থানীয় সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু কেন?
জানা যায়, পুরো ব্রাজিলের মানুষের মধ্যেই এই ধারণা প্রচলিত যে ওই দ্বীপে গেলে কেউ জীবন্ত ফিরে আসে না। রহস্যময় দ্বীপটিকে ঘিরে প্রচলিত রয়েছে অনেক গল্প। লোকমুখে শোনা যায় সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন একজন মৎসজীবী। খিদে পাওয়ায় খাদ্যের সন্ধানে তিনি ওই দ্বীপে প্রবেশ করেছিলেন। পরদিন তার রক্তাক্ত দেহ পাওয়া যায়।
এ ঘটনার পর সবার মনের আতঙ্ক আরো বেড়ে যায়। তাদের মধ্যে এ ধারণা চেপে বসে যে ওই দ্বীপে গেলে কেউ জীবন্ত ফিরে আসে না। একটি পরিবার বেশ কয়েক বছর লাইটহাউজ রক্ষণাবেক্ষণের জন্য সেখানে ছিলেন। ১৯০৯-২০ সাল অব্দি ছিলেন তারা। শোনা যায়, ঘরে ঢুকে পুরো পরিবারকে মেরে ফেলে সাপের দল।
এই দ্বীপের সাপ নিয়ে আরো কাহিনী রয়েছে। শোনা যায়, জলদস্যুরা লুট করে আনা সোনা লুকিয়ে রাখত ওই দ্বীপে। কেউ যেন সেগুলো চুরি করতে না পারে তাই কয়েকটি বিষাক্ত সাপ এনে দ্বীপে ছেড়ে দিয়েছিল তারাই। সেই সোনার লোভে বহুবার সেখানে গিয়েছে মানুষ। কিন্তু তারা কেউই আর ফিরে আসেনি।

ইলহা দ্য কুয়েইমাডা গ্র্যান্ডে দ্বীপ (ছবি : ইন্টারনেট)
এ দিকে বাড়তে থাকে সাপের বংশবৃদ্ধি। একসময় কয়েকটি সাপ থেকে কয়েক হাজার সাপে ভরে যায় পুরো দ্বীপ। বিজ্ঞানীরা খোঁজ নিয়ে জানিয়েছেন ওই সাপের নাম গোল্ডেন ল্যান্সহেড। এটি বিশ্বের বিষধর সাপদের একটি।
একটি সমীক্ষায় দেখা যায়, ওই দ্বীপে সাপের সংখ্যা এতই বেড়ে গেছে যে প্রতি এক বর্গমিটারে একটি করে সাপ পাওয়া গেছে। সাপদের স্বর্গরাজ্য এই দ্বীপটি তাই স্নেক আইল্যান্ড নামের পরিচিত।
গোল্ডেন ল্যান্সহেড বিরল প্রজাতির সাপ, আর তাই এই সাপকে বাঁচাতে পদক্ষেপ গ্রহণ করেছে ব্রাজিল সরকার। চোরা কারবারিদের হাত থেকে এই সাপদের রক্ষা করা এবং সাপের কামড়ে যেন সাধারণ মানুষের মৃত্যু না হয় তাই এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো

দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু খেলা
টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের
চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন
রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে